লাই গেমটি একটি এন্ডলেস এনভাইরনএন্ট নির্ভর গেম। এতে সুধু মাত্র একটিই লেভেল আছে যেখানে আপনাকে বাধা গুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আপনার রোমাঞ্চকর ভ্রমণকে আরো মজাদার করার জন্য ফ্লাই গেমটিতে রয়েছে পার্ক, হেল্থ, বুস্টআপ সহ আর বেশ কিছু ফিচার। এছারাও আপনি গুগলপ্লে এর লিডারবোর্ড ব্যবহার করে অন্যদের তুলনায় আপনার অবস্তান কত সেটা জানতে পারবেন। থাক থাক অনেক বলে ফেললাম আর কিছুয়ে বলবনা। এবার গেমটি ডাউনলোড করে খেলা শুরু করার পালা। নিচের বাটনে ক্লিক করলেই আপনি গুগল প্লেস্টোরে ফ্লাই গেমের ডাউনলোড পেজে পৌছে জাবেন।
আজ এপর্যন্তই, ইনশাআল্লাহ্ সামনে আমাদের দেশি ডেভেলপারদের তৈরি আরো অসাধারন অ্যাপ এবং গেম নিয়ে হাজির হব। আশা করি আপনারাও আমাদের দেশি ডেভেলপারদের উৎসাহ দিবেন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরকারীদের একজন হবেন।
0 comments:
Post a Comment