এখন আর আমাদের সার্চ বারে ইংরেজিতে ডোমেইন নেম লিখতে হবে না। যদি আমরা আমাদের ডোমেইনটিকে ডট বাংলা (.বাংলা) ডোমেইনে রেজিস্ট্রেশন করি। এ এক আশার প্রতীক বাংলা ভাষার ইন্টারনেট ভবিষ্যতের জন্য, বাংলাদেশের জন্য। এ ডোমেইনের জন্য পশ্চিমবাংলা এবং সিয়েরা লিওন আবেদন করেছিল। কিন্তু আমাদের বাংলাদেশের বাংলা ভাষার সাথে এক গভীর সম্পর্কের কারণে আমরা এই ডোমেইনটি পেয়েছি।
আগে যেমন সার্চবারে লিখতে হত http://www.btcl.com.bd। কিন্তু এখন যদি আমরা শুধু বিটিসিএল.বাংলা লিখি তাহলেও আমরা বিটিসিএলের ওয়েবসাইত দেখতে পারব। এ এক গর্বের বিষয়। এর সাথে বাংলা তার নিজের মর্যাদা অক্ষুন্ন রেখেছে।
বাংলা পৃথিবীর ৪র্থ ভাষা। পৃথিবীর প্রায় ৩২ কোটি লোক এ ভাষায় কথা বলে। ইংরেজি ও ম্যান্ডারিন তাদের নিজের ভূমিকা ইন্টারনেট জগতে বিস্তর করেছে। এবার পালা বাংলার।
0 comments:
Post a Comment