তবে আমি এফডিএম নামক একটি ফ্রি ডাউনলোড ম্যানেজার নিয়ে বেশ সুখেই আছি। তাই সবার সাথে শেয়ার করছি। এটাতে আইডিএমের মতই সুবিধা পাবেন। তবে হয়ত পেইড হিসেবে আইডিএমে অতিরিক্ত কিছু থাকতেও পারে, আমি জানিনা। কিন্তু মনে হয় না। কারণ এতে আমার প্রয়োজনীয় সবই পেয়েছি।
এটার লেটেস্ট ভার্সনটা দেখতে উপরের ছবির মত। আধুনিক ফ্ল্যাট ডিজাইন। সুন্দর নয় কি? আর পুরনো ভার্সনটা এরকম-
এর দ্বারা সব ধরণের ফাইল, টরেন্ট ডাউনলোড করা যাবে। তাই আইডিএমের পরিবর্তে
এটা ব্যবহার করে দেখতে পারেন। অথবা যারা কোন ম্যানেজারই ব্যবহার করেননি,
তারাও ব্যবহার করে দেখুন। সুবিধা পাবেন। এটি নিজেই ইন্সটলের পর ব্রাউজারে
এড অন ইন্সটল করতে চাইবে। ধাপগুলো অনুসরণ করে এড অন ইন্সটল করে নিলে জাস্ট
ডাউনলোড লিংকে মাউসের বাম ক্লিক করলেই এফডিএম দিয়ে ডাউনলোডের অপশন পাবেন।
0 comments:
Post a Comment