Tuesday, 14 October 2014

বাজার এ এখন নানা রকমের ক্লোন আর মাস্টারকপি ফোন দিয়ে ভরে গেছে । কোনটা আসল আর কোনটা নকল বোঝাই যায় নাহ ।
এদের প্রতারনার শিকার হয়েসেন এরকম অনেক আছে ।
আপনাকে যাতে আর ধরা খেতে না হয়  সে জন্যই আসলে এই টিউনটি করা  ।

কীভাবে বুজবো যে আমার ফোনটা আসল ?

  • প্রথমে  এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • তারপর আপনার ফোনের IMEI নাম্বার দিন নিচের ছবির মতো। (আপনার ফোনের  IMEI নাম্বার পাবেন *#06# প্রেস করে)



  • তারপর CHECK এ ক্লিক করুন।
  • অরিজিনাল ব্র্যান্ডের ফোন হলে আপনার ফোনের সকল তথ্য চলে আসবে। (নিচের ছবির মতো)

31  আপনার ফোন কি অরিজিনাল? নাকি ক্লোন/ মাস্টারকপি!! খুব সহজে আপনি দেখে নিন। 31

 
  • Read More এ ক্লিক করলে আরও বিস্তারিত পাবেন।
  • নন-ব্র্যান্ডের বা চায়না ফোনের বা ক্লোন বা মাস্টার কপির  IMEI দিলে কিছু আসবে না।
 2  আপনার ফোন কি অরিজিনাল? নাকি ক্লোন/ মাস্টারকপি!! খুব সহজে আপনি দেখে নিন। 2

 এভাবে আপনি আপনার ফোনটি আসল নাকি নকল অথবা মাস্টারকপি  তা সহজেই ধরতে পারবেন ।


find me on facebook




1 comment: