অ্যান্টিভাইরাস এর জগতে kaspersky নামটা নিশ্চয়ই সবার কাছে পরিচিত । আমার
কাছে এখনও অ্যান্টিভাইরাস এবং সিকুউরিটি প্রোডাক্টগুলোর মধ্যে Kaspersky
এর প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি বেষ্ট মনে হয় । এর কারন প্যারফরমেন্স এবং
কাজের দিক থেকে এটি অন্য অনেক অ্যান্টিভাইরাস এর চেয়ে ভাল ফিডব্যাক দেয় ।
কিন্তু সমস্যা হল এদের প্রোডাক্ট গুলো ফ্রি নয় । সব চেয়ে বড় সমস্যা হল ফুল্
ভার্সন চালানোর জন্য যে সকল কী ফাইল নেট এ সচরাচর পাওয়া যায় সে গুলো কয়েক
দিন পরেই হয়ে যায় Blacklisted. এই সমস্যার সমাধান হল ট্রায়াল রিসেটার
ব্যবহার করা । আগে জেনে নেই ট্রায়াল রিসেটার কি ? ট্রায়াল রিসেটার হল এমন
একটি মেথড যার মাধ্যমে আপনি কোন সফটওয়্যার এর ট্রায়াল প্রিয়ড কে রিসেট করে
আবার ব্যবহার করতে পারবেন । যার ফলে আপনি একই সফটওয়্যার চালাতে পারবেন দিন
এর পর দিন । যাই হোক আজকে নিয়ে আসলাম Kaspersky পরিবারের সব
প্রোডাক্টগুলো ।আগেই বলে দিছি এগুলো সবই হল ট্রায়াল যার মেয়াদ হল ৩০ দিন ।
৩০ দিন পরে আপনি ট্রায়াল রিসেটার ব্যবহার করে এই প্রোডাক্ট গুলোর ট্রায়াল
প্রিয়ড রিসেট করতে পারবেন। তো চলুন দেখে নেয়া যাক প্রোডাক্টগুলো ।
1. Kaspersky Antivirus 2015
Official Download Link:- http://www.kaspersky.com/downloads/anti-virus
2. Kaspersky Internet Security 2015
Official Download Link:- http://www.kaspersky.com/free-trials/internet-security
3 Kaspersky Crystal Pure 3.0
Official Download Link:- http://www.kaspersky.com/pure-free-trial
4 Kaspersky Endpoint Security 10
Official Download Link:- http://support.kaspersky.com/kes10wks#downloads
5 Kaspersky Small Office Security 3
এবার আসি অলপ্রোডাক্ট এর রায়াল রিসেটার এ । ট্রায়াল রিসেটার টি ডাউনলোড করতে নীচের লিঙ্ক এ যান
Trial Reseter Download Link :- http://www.mirrorcreator.com/files/FQJ7JFNO/Kaspersky_Trial_Resetter_2015.rar_links
ট্রায়াল রিসেটার টি যেভাবে ডাউনলোড করবেন , লিঙ্ক এ যাওয়ার পরে মাউস দিয়ে নীচের দিকে স্ক্রল করে আসুন এর পরে নীচের মত দেখানো যে কোন একটি লিঙ্ক এ ক্লিক করুন ।
এর পরে একটি পেজ আসবে । সেখানে নীচের মত দেখানো অনুযায়ী কাজ করুন ।
ট্রায়াল রিসেটারটি ব্যবহার এর জন্য জিপ ফাইল এর সাথে দেয়া টেক্সট ফাইলটির
মধ্যে দেয়া দিক নির্দেশনা অনুযায়ই কাজ করুন । অথবা নিচের ট্রিকস অবলম্বন করুন
ট্রায়াল রিসেট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ-১ : Disable Self Defense:
Open kaspersky>Settings>Additional> Self Defense (টিক মার্ক উঠিয়ে দিন)
ধাপ ২ : Close kaspersky from try icon
ধাপ ৩ : Open Registry Editor:
Start+R চেপে regedit টাইপ করে Enter চাপুন
ধাপ ৪ : নিচের রেজিস্ট্রিগুলো ডিলিট করুন:
অপারেটিং সিস্টেম ৬৪ বিট হলে:
[HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Wow6432Node\Kaspersky Lab\protected\LicStorage] (এ গিয়ে LicStorage ফোল্ডারটি ডিলেট করুন)
৩২ বিট হলে: [HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Kaspersky Lab\protected\LicStorage]
তারপর (৩২ ও ৬৪ বিট)
[HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Microsoft\SystemCertificates\SPC\Certificates] ( Certificates ফোল্ডারটি ডিলেট করুন)
ধাপ ৫ : তারপর নিচের ডিরেক্টরিতে গিয়ে Ins_InitMode এর ভ্যালু 0 এর বদলে 1 করে দিনঃ
৬৪ বিটঃ
[HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Wow6432Node\Kaspersky Lab\protected\AVP 14.0.0\settings]
৩২ বিটঃ [HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Kaspersky Lab\protected\AVP 14.0.0\settings]
এবার ক্লোজ করে বেরিয়ে যান। অতপর কাসপারস্কি স্টার্ট করুন। আর এনজয় করুন সারা মাস। মাস শেষে পুনরায় একই পদ্ধতি অনুসরণ করুন।
উল্লেখ্য, নেট কানেকশন না থাকলে লাইসেন্স মিসিং দেখাবে। সার্ভারের সাথে কানেকশন পেলে ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ সবাইকে।
1. Kaspersky Antivirus 2015

2. Kaspersky Internet Security 2015

3 Kaspersky Crystal Pure 3.0

4 Kaspersky Endpoint Security 10

Official Download Link:- http://support.kaspersky.com/kes10wks#downloads
5 Kaspersky Small Office Security 3
এবার আসি অলপ্রোডাক্ট এর রায়াল রিসেটার এ । ট্রায়াল রিসেটার টি ডাউনলোড করতে নীচের লিঙ্ক এ যান
Trial Reseter Download Link :- http://www.mirrorcreator.com/files/FQJ7JFNO/Kaspersky_Trial_Resetter_2015.rar_links
ট্রায়াল রিসেটার টি যেভাবে ডাউনলোড করবেন , লিঙ্ক এ যাওয়ার পরে মাউস দিয়ে নীচের দিকে স্ক্রল করে আসুন এর পরে নীচের মত দেখানো যে কোন একটি লিঙ্ক এ ক্লিক করুন ।
এর পরে একটি পেজ আসবে । সেখানে নীচের মত দেখানো অনুযায়ী কাজ করুন ।

ট্রায়াল রিসেট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ-১ : Disable Self Defense:
Open kaspersky>Settings>Additional> Self Defense (টিক মার্ক উঠিয়ে দিন)

ধাপ ২ : Close kaspersky from try icon

ধাপ ৩ : Open Registry Editor:
Start+R চেপে regedit টাইপ করে Enter চাপুন

ধাপ ৪ : নিচের রেজিস্ট্রিগুলো ডিলিট করুন:
অপারেটিং সিস্টেম ৬৪ বিট হলে:
[HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Wow6432Node\Kaspersky Lab\protected\LicStorage] (এ গিয়ে LicStorage ফোল্ডারটি ডিলেট করুন)

৩২ বিট হলে: [HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Kaspersky Lab\protected\LicStorage]
তারপর (৩২ ও ৬৪ বিট)
[HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Microsoft\SystemCertificates\SPC\Certificates] ( Certificates ফোল্ডারটি ডিলেট করুন)

ধাপ ৫ : তারপর নিচের ডিরেক্টরিতে গিয়ে Ins_InitMode এর ভ্যালু 0 এর বদলে 1 করে দিনঃ
৬৪ বিটঃ
[HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Wow6432Node\Kaspersky Lab\protected\AVP 14.0.0\settings]


৩২ বিটঃ [HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Kaspersky Lab\protected\AVP 14.0.0\settings]
এবার ক্লোজ করে বেরিয়ে যান। অতপর কাসপারস্কি স্টার্ট করুন। আর এনজয় করুন সারা মাস। মাস শেষে পুনরায় একই পদ্ধতি অনুসরণ করুন।
উল্লেখ্য, নেট কানেকশন না থাকলে লাইসেন্স মিসিং দেখাবে। সার্ভারের সাথে কানেকশন পেলে ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ সবাইকে।
0 comments:
Post a Comment