Tuesday, 14 October 2014

প্রফেশনাল কাজের জন্য না হলে এখন অনেকেই আলাদা ক্যামেরা কিনতে চাননা। স্মার্টফোনে অনেক ভালো মানের ছবি তোলার ব্যবস্থা থাকায় আলাদা ক্যামেরার দরকার হয় না বলে তাদের মন্তব্য।
তারা ক্যামেরার বাজেটটিও স্মার্টফোনেনে যোগ করতে চান। কথা বলার পাশাপাশি নিত্য নতুন ফিচার এবং উন্নত মানের ছবি তোলার জন্য জনপ্রিয়তা বাড়ছে স্মার্টফোনে। আর হাল আমলে যোগ হয়েছে সেলফি ট্রেন্ড।
ছবি তোলার জন্য এখন প্রতিটি স্মার্টফোনে ডিফল্ট অ্যাপ্লিকেশন রয়েছে। তবে ইন্টারনেট জায়ান্ট গুগল স্মার্টফোনের জন্য বিশেষ একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে।
গুগল ক্যামেরা নামের এ অ্যাপে রয়েছে নানা ফিচার। যা ছবি তোলার কাজকে আরও সহজ ও গতিময় করে তুলবে।
গুগল ক্যামেরা-টেকশহর


এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
১. অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ৩৬০ডিগ্রী অ্যাঙ্গেলেও ছবি তোলা যাবে।
২. রয়েছে বিশেষ এইচডিআর প্লাস ফিচার। ফলে ছবি হবে তোলা যাবে আরও নিখুঁতভাবে।
৩. গুগল ক্যামেরা ফোকস ফিচারটি অসাধারণ। নির্দিষ্ট কোনো অংশকে সহজে ফোকাস করা যায়।
৪. অ্যাপ্লিকেশনটিতে টাইমার অপশনটি উন্নত করা হয়েছে। এতে করে এখন ব্যবহারকারীরা ৩ অথবা ১০ সেকেন্ড সময় নির্বাচন করে ছবি তুলতে পারবেন।
৫. এতে রয়েছে প্যানারোমা অপশন।
বিনামূল্যে অ্যাপ্লিকেশনটি এ ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।


 find me on Facebook

0 comments:

Post a Comment