Saturday, 18 October 2014

যারা এসইও জানেন কিন্তু বুঝতে পারছেন না একটি ওয়েবসাইটের এসইও কোথা থেকে এবং কি ভাবে শুরু করবেন তাদের জন্য এই লেখা।
যখন আপনি কোন ওয়েবসাইটের এসইও শুরু করবেন তখনএকটি প্রশ্ন দেখা যায় কোথা থেকে এবং কিভাবে এসইও এর কাজ গুলো শুরু করবেন? যাদের মাঝে এই প্রশ্ন আছে তাদের গাইডলাইন দিতেই আজকের এই লেখা। এখানে আপনাদের দেখাব প্রথম অবস্থায় একটি ওয়েবসাইটের এসইও কোথা থেকে শুরু করবেন এবং কিভাবে ধাপে ধাপে সামনে অগ্রসর হবেন।
চলুন দাখি কিভাবে একটি ওয়েবসাইট এর এসইও শুরু করবেন।
এসইও কে সাধারণত ২ভাগে ভাগ করা হয়:
  1. অনপেজ অপ্টিমাইজেশান
  2. অফপেজ অপ্টিমাইজেশান

অনপেজ

কোন ওয়েবসাইট কে রাঙ্ক এ আনার জন্য অনপেজ অপ্টিমাইজেশান অনেক প্রয়োজনীয়। অনপেজ অপ্টিমাইজেশান ছাড়া কোন ওয়েবসাইট কে গুগল, ইয়াহু, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিন রাঙ্ক এ আনা সম্ভব না।
কিওয়ার্ড/গুগল প্ল্যানার 
 

শুরুতেই ওয়েবসাইট এর কিওয়ার্ড রিসার্চ করতে হবে খুব ভাল ভাবে। কিওয়ার্ড এর লোকাল ও গ্লোবাল সার্চ কেমন, কিওয়ার্ড এর ট্রেন্ড কেমন, কিওয়ার্ড এর সার্চ ভ্যালু কেমন ইত্যাদি যাচাই করে কিওয়ার্ড নির্বাচন করতে হবে।
  • মেটা ট্যাগ, টাইটেল ও ডিসক্রিপশন ট্যাগ


মেটা ট্যাগ

এবার মেটা ট্যাগ, টাইটেল ও ডিসক্রিপশন ট্যাগ তৈরি করতে হবে। আলাদা আলাদা পেজ এর জন্য আলাদা আলাদা টাইটেল ও ডিসক্রিপশন দিতে হবে। প্রত্যেক পেজ এ একই টাইটেল ও ডিসক্রিপশন থাকলে মেটা ট্যাগ কপি হয়ে যাবে। আর মেটা ট্যাগ কপি হয়ে গুগল আপনার সাইট কে প্লানটি দিবে।
  • গুগল ইয়াহু ও বিং এ সাইট সাবমিট

     
গুগল, ইয়াহু ও বিং 

মেটা ট্যাগ এর কাজ হয়ে গেলে প্রধান কাজ হল ওয়েবসাইট কে গুগল, ইয়াহু, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে।
  • গুগল ও বিং ওয়েবমাস্টার টুলস

     গুগল ও বিং ওয়েবমাস্টার টুলস

     

    ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে সাবমিট করা হয়ে গেলে সাইট কে গুগল ও বিং ওয়েবমাস্টার টুলস এ সাইট কে ভেরিফাই করতে হবে।
  • গুগল এনালাইটিক

 গুগল এনালাইটিক


একই ভাবে গুগল এনালাটিক এ সাইট কে ভেরিফাই করতে হবে। গুগল এনালাটিক হতে প্রপ্ত কোডটি সাইট এ আপলোড করতে হবে। এতেকরে সাইট এর ট্রাফিক সম্পর্কিত সকল তথ্য জানা যাবে।
  • গুগল এ সার্চ করে দাখুন

 গুগল এ সার্চ করে দাখুন

এখন ওয়েবসাইট কে গুগল, ইয়াহু, বিং এ সার্চ করে দেখতে হবে আছে কিনা এবং কি ভাবে আছে।
  • SERP চেক সহ অন্যান্য কাজ

 SERP চেক সহ অন্যান্য কাজ


অফপেজ

অনপেজ অপ্টিমাইজেশান এর কাজ সফল ভাবে শেষ করার পরে আমি শুরু করি অফপেজ অপ্টিমাইজেশান এর কাজ। অফপেজ অপ্টিমাইজেশান ২ভাগে ভাগ করা যায়। লোকাল এসইও ও গ্লোবাল এসইও। লোকাল এসইও বলতে যখন কোন সাইট কে একটি নির্দিষ্ট এলাকা না দেশের জন্য এসইও করা হয় তাকে বোঝায়। আর গ্লোবাল এসইও হব যখন কোন সাইট কে পৃথিবী ব্যাপী এসইও করা হয় তাকে বোঝায়।

অপ্টিমাইজেশান এ যে কাজ গুলো ধাপে ধাপে করতে হবে।

  • সর্বপ্রথম রিলেটেড কিওয়ার্ড যুক্ত সাইট এ কমেন্ট এর মাধ্যমে লিঙ্ক বিল্ড আপ

ব্লগ কমেন্ট

সর্বপ্রথম রিলেটেড কিওয়ার্ড যুক্ত সাইট এ কমেন্ট এর মাধ্যমে লিঙ্ক বিল্ড আপ করতে হবে। সাইট যদি হেলথ রিলেটেড হয় তাহলে হেলথ রিলেটেড সাইটে কমেন্ট করতে হবে অথবা সাইট যদিটেকনোলজি রিলেটেড হয় তাহলে টেকনোলজি রিলেটেড যে ব্লগ আছে সেগুতে কমেন্ট করতে হবে। এভাবে রিলেটেড কিওয়ার্ড যুক্ত সাইট এ কমেন্ট এর মাধ্যমে লিঙ্ক বিল্ড আপ করতে হবে।
  • ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কেদিন, টুইটার ইত্যাদিতে লিঙ্ক শেয়ার

ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কেদিন, টুইটার


এখন আপনার করা কমেন্ট এর লিঙ্ক গুলো ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কেদিন, টুইটার ইত্যাদিতে শেয়ার করতে হবে। এতেকরে সাইট এর রাঙ্ক বাড়বে। যত বেশি লিঙ্ক শেয়ার করা যাবে তত বেশি সাইট এর রাঙ্ক বাড়বে। এভাবে যেমন রাঙ্ক বাড়বে ঠিক একই ভাবে সাইটের ট্রাফিক ও বাড়বে।
  • হাই কোয়ালিটি ফোরাম এ পোস্ট, ইয়াহু অ্যান্সার এবং লিঙ্ক শেয়ার

 ফোরাম পোস্ট ও ইয়াহু অ্যান্সার

এখন হাই কোয়ালিটি ফোরামে পোস্ট করতে হবে এবং সম্ভব হলে পোস্টে লিঙ্ক দিতে হবে। ইয়াহু অ্যান্সার এ বিভিন্ন প্রশ্নে উত্তরের মাধ্যমে লিঙ্ক বিল্ড আপ করতে হবে। এখন আপনার করা পোস্ট ও ইয়াহু অ্যান্সার এর লিঙ্ক গুলো ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কেদিন, টুইটার ইত্যাদিতে শেয়ার করতে হবে।
  • সোশ্যাল বুকমার্ক শেয়ার

 সোশ্যাল বুকমার্ক

সোশ্যাল বুকমার্কইং লিঙ্ক বিল্ড খুব প্রয়োজনীয়। বিভিন্ন সোশ্যাল বুকমার্ক সাইট এ সাইট এর লিঙ্ক গুলো শেয়ার করার মাধ্যমে লিঙ্ক বিল্ড আপ করতে হবে। তবে একই সোশ্যাল বুকমার্ক সাইট এ বার বার একই পোস্ট এর লিঙ্ক গুলো শেয়ার করা যাবে না।
  • আর্টিকেল শেয়ার করা


সম্ভব হলে সাইট উপর আর্টিকেল লিখে বিভিন্ন আর্টিকেল সাইট এ শেয়ার করতে হবে। এতে করে ভাল ট্রাফিক আসবে।

এভাবে একটি ওয়েবসাইটের অনপেজ অপ্টিমাইজেশান ও অফপেজ অপ্টিমাইজেশান ধাপে ধাপে করলে খুব সহজে ভাল রাঙ্ক করা সম্ভব।





























 




0 comments:

Post a Comment